সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। এদিকে কম দামে চাল কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষরা।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হিলি চারমাথাস্থ বিক্রয় কেন্দ্রে চাল বিক্রির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও টিসিবির ফ্যামেলি কার্ডধারীরা মাথাপিছু ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এই কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলার তিনটি পয়েন্টে প্রতিদিন ৬ টন করে চাল বিক্রি করা হবে যা চলবে টানা ২২ দিন ধরে।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ওএমএস চাল বিক্রয় ডিলার লিয়াকত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।