ঢাকাSunday , 8 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

    Link Copied!

    লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১০ টায় ফুল দিয়ে নবীনদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ প্রশাসন।

    কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, মূখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পীকার আল মামুন রাসেল।

    অন্যান্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নিজাম উদ্দিন, এনসিসি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আবদুল আজিজ, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, অভিভাবক আবদুল করিম, সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেলসহ আরো অনেকে।

    বক্তারা বলেন, এখানে যারা ভর্তি হয়েছো তোমরা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভাল শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাস ও কোনও রকম নেশার সঙ্গে নিজেকে জড়ানো যাবে না।

    এছাড়াও সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান বক্তারা।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…