লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ চোরকে গ্রেপ্তার করেছে। এসময় আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণাালংকারসহ চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
শনিবার (৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর রাত ১০টায় রায়পুরের উদমারা গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী সুফিয়া বেগমের ঘরে ঢুকে চোরের দল। এসময় সুপিয়াকে মুখে স্কোস টেপ দিয়ে ও হাত পা বেধে মারধর করে। টেব, মোবাইল, স্বর্ণসহ ৯০ হাজার টাকার মালামাল লুটে নেয়। এঘটনায় সুফিয়া বেগম রায়পুর থানায় মামলা করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন চরআবাবিল ইউপির উদমারা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেন।
আরও পড়ুন— সংবিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে?
গ্রেপ্তারকৃতরা হলো- চর আবাবিল ইউপির উদমারা গ্রামের মৃত আমিন চৌধুরীর ছেলে জামাল হোসেন (৩৭), কামাল হোসেনের ছেলে তারেক হোসেন (১৯), আবদুস সাত্তারের ছেলে নাজিম শেখ (২২), আবদুল রহিমের ছেলে নাজিমুল ইসলাম (২৯) ও সদরের পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত কলাই বৈঞ্চবের ছেলে নিতাই বৈষ্নব (৪৯)।
এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত নগদ টাকা, ট্যাব, মোবাইল, হাড়, চেইনসহ ৯০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রায়পুর হায়দরগন্জ ফাঁড়ি পুলিশ।।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, চুরি মামলার ৫ আসামিকে রোববার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।