ঢাকাFriday , 6 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে ২ গ্রাম লন্ডভন্ড

    Link Copied!

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবায় কয়েক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২ গ্রামের ২০টির অধিক বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

    শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল ও সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে ঘূর্ণিঝড় হয়।

    কসবার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ঝড়ে সাতটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

    আরও পড়ুন—    ডেঙ্গুতে আজও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০০ রোগী

    সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল জানান, বিকেলে সাড়ে ৩টার দিকে হঠাৎ তিতাস নদীতে একটি ঘূর্ণিঝড়ে সৃষ্টি হয়। মুহূর্তে ঝড়টি লোকালয়ে আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় তিতাস পাড়ের অন্তত ১৫টি ঘরবাড়ি। খোলা আকাশের নিচে অবস্থান করছেন ওইসব বাড়িঘরের বাসিন্দারা।

    তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

    সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ‘ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের তালিকা পেয়েছি। তাদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল এবং ঢেউটিন দেওয়া হচ্ছে।’

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…