biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাFriday , 6 October 2023
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • নেত্রকোণায় পানির নিচে ১১ হাজার হেক্টর আমনক্ষেত

    Link Copied!

    নেত্রকোণায় টানা বৃষ্টিতে বেড়ে চলেছে জেলার প্রধান নদ-নদীর পানি। পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমনক্ষেত তলিয়েছে।

    জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র হতে জানা গেছে, নিচু এলাকার ১১ হাজার ৪৮২ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। কেন্দুয়া উপজেলায় সবচেয়ে বেশি আমন ধানের জমি তলিয়েছে। তলিয়ে যাওয়া জমির মধ্যে সদরে দুই হাজার ৪৭০, পূর্বধলায় দুই হাজার ৩৬০, দুর্গাপুরে ৪৫, কলমাকান্দায় ১৮০, মোহনগঞ্জে এক হাজার ২০০, বারহাট্টায় ২১৫, আটপাড়ায় এক হাজার, মদনে ৫০০, খালিয়াজুরীতে ১২ ও কেন্দুয়ায় তিন হাজার ৫০০ হেক্টর।

    জেলার কেন্দুয়া উপজেলার দুল্লী গ্রামের কৃষক লিয়াকত আলী বলেন, ‘বাড়ির সামনের হাওরে প্রায় ২০ কাঠা ক্ষেত তলিয়ে গেছে। এইডির আর আশা নাই।’

    আরও পড়ুন—    শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী

    কলমাকান্দা উপজেলার কনুরা গ্রামের কৃষক মনতোষ বিশ্বশর্মা বলেন, ‘হাতে টাকা ছিল না। কিছু টাকা ধার করে এনে ধান লাগাইছিলাম। কপালডাই খারাপ। বৃষ্টির পানিতে জমি তলায়া গেছে। এখনো বৃষ্টি অইতাছে। এই ক্ষেতগুলোর ধান বাঁচাবো বইল্যা কোনো আশাই নাই।’

    তিনি জানান, চলতি বছর ৩০ কাটা জমিতে আমন আবাদ করেছেন। এরমধ্যে গত তিনদিনের বৃষ্টিতে ছয় কাঠা আমন জমি তলিয়ে গেছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান বলেন, ‘কৃষকদের এখনই হতাশ হওয়া উচিত হবে না। দ্রুত পানি নেমে গেলে আমন ধানের তেমন ক্ষতি হবে না।’

    জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান জানান, উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার মাত্র দশমিক ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী, কংশ ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…