সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকাল দশটায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন— ডেঙ্গুতে মৃত্যু হাজার ছুঁইছুঁই
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, মোঃ জাহিদুজ্জামান কাকন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা প্রমুখ।
সভায় পৌরসভার প্রতিনিধি সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, গ্রাম পুলিশের সদস্যগণ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।