ঢাকাWednesday , 4 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • গাইবান্ধায় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    Link Copied!

    দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

    বুধবার (৪ অক্টোবর) সকালে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

    আলোচনা সভা শেষে গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।

    দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।

    প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, আমাদের সময়ের সুন্দরগঞ্জ প্রতিনিধি রেদওয়ানুর রহমান, পলাশবাড়ি প্রতিনিধি মোঃ আরিফ উদ্দিন, সাদুল্যাপুর প্রতিনিধি শহিদুল হক।

    আরও পড়ুন—    বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্রশাসনের মাইকিং

    এছাড়া দৈনিক আমাদের সময় পত্রিকা নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার তরুণ কবি সোহেল রানা।

    প্রধান অতিথি মেয়র আমাদের সময়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এবং জাতীয় অগ্রগতিতে পত্রিকাটি বিশাল ভূমিকা পালন করছে।’ তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন আগামী দিনগুলোতেও আমাদের সময় তার অতীত ঐতিহ্যকে ধারণ করে বস্তুনিষ্ঠুতা এবং মানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে।’

    অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাসকে আমাদের সময়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান খায়রুল ইসলাম ও মোঃ স্বজন ইসলাম।

    অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক, রাজনৈতিকবৃন্দ অংশ নেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…