ঢাকাTuesday , 30 August 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • হিলিতে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

    Link Copied!

    দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য সেবনের দায়ে ১৬ জনকে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট নুর -এ আলম।

    আজ মঙ্গলবার(৩০ আগষ্ট) সকালে উপজেলার চুড়িপট্টি মোড় এলাকায় এ দন্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তদের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন উপজেলার চন্ডিপুর গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৩), চুরিপট্রি এলাকার মোহাম্মদ আলীর ছেলে রানা (৩৮), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত আবির সরকারের ছেলে মিন্টু সরকার, দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে দিরাজ (২৮), মাঠপাড়া এলাকার ফরিদ শেখের ছেলে বিপ্লব শেখ (৩৬), বিরামপুর উপজেলার কাটলা গ্রামের মৃত হবির ছেলে মাসুদ রানা (৫২), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আঃ সালাম (৫০), উপজেলার কচুয়া গ্রামের শফিকুল ইসলাম (৫২), দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার মৃত আলী আহমেদের ছেলে দুলাল হোসেন (৩৩), পার্বতীপুর উপজেলার মৃত আঃ লতিফের ছেলে জমির উদ্দিন (৩১), উপজেলার ধুলাপাড়া গ্রামের মৃত রহিমের ছেলে রায়হান (৩১), জয়পুরহাট জেলার খন্জনপুর উপজেলার মৃত মওলা মন্ডলের ছেলে মাসুদ রানা (৩০), পাচবিবি উপজেলার বরন গ্রামের মৃত লালচান মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম (৫০), ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের মৃত রউফ মন্ডলের ছেলে আল আমিন (৩৬), দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের জুয়েলের ছেলে মানিক (২৪)।

    হাকিমপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী অফিসার জানান, দীর্ঘদিন থেকে চুড়িপট্টি এলাকায় মাদক সেবন করে আসছিলো তারা। এমন সংবাদের ভিত্তিতে আজকে সকালে পুলিশের কয়েকটি টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। এবং পরে তাদেরকে ভাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান দেয়া হয়।

    শীর্ষসংবাদ/নয়ন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4983

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…