ঢাকাSaturday , 30 September 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ

    Link Copied!

    খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিজিবির জোন অধিনস্থ ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ ও সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ এর উপস্থিতিতে এসব উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আরও পড়ুন-   দেখি, কে নির্বাচন ঠেকায়ঃ ওবায়দুল কাদের

    উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় বিজিবি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সহ গরীব হতদরিদ্র, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান, শিক্ষিত বেকার যুবক, নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, প্রশিক্ষণ শেষে কম্পিউটার-সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকে। আর এসব কার্যক্রম রামগড় বিজিবির পক্ষ থেকে চলমান থাকবে ইনশাআল্লাহ।’

    এসময় সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির উপহার বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, সৈনিক, গোয়েন্দা বিভাগ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় চাউল ৫কেজি, আলু ৫কেজি, চিনি ১কেজি, তৈল ১ লিটার, লবণ ১কেজি, ডাল ১কেজি করে প্রদান করা হয়।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…