ঢাকাThursday , 28 September 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ইমান মজবুত করতে প্রিয় নবীকে অন্তরে ধারণ করতে হবেঃ মেয়র তাপস

    Link Copied!

    ইমানের ভিত্তি মজবুত করতে হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে অন্তরের অন্তস্থল থেকে ধারণ করতে হবে মন্তব্য করে ১২ রবিউল আওয়ালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবীজির জীবনী থেকে, শিক্ষা থেকে, জীবন-সংগ্রাম থেকে, কর্ম থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো, আমরা প্রকৃত মুসলমান হিসেবে ততই সঠিক পথে চলতে পারব।’

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ডিএসসিসি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    আরও পড়ুন-   ডেঙ্গুতে ৯ মৃত্যুর দিনে হাসপাতালে ২৩৫৭

    ডিএসসিসি মেয়র বলেন, আমাদের চার কালেমার প্রথম কালেমা হলো কালেমা তাইয়্যেবা। সেটা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। সেটির দুটি অংশ। একটি অংশ হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ আরেকটি ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। এই দুটি অংশের সংমিশ্রণ ছাড়া কালেমা হয় না। কালেমা হলো ইমানের সবচেয়ে বড় অঙ্গ। ইমানের সবচেয়ে বড় অঙ্গ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। তার কোনও শরিক নেই। একই সঙ্গে নবীজির প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাকে আমাদের অন্তরের অন্তস্থল হতে ধারণ করতে হবে।

    এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় মেয়র এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

    দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য দেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…