ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন এবং ওসমান হারুনুর রশিদ শাহিন। তাদের মধ্যে কামাল উদ্দিন কসবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, রোববার রাতে কসবায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।