ঢাকাSunday , 19 May 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ২১ মে রায়পুরে জিহাদ হবে : বাক্কি বিল্লাহ

    Link Copied!

    ‘২১ মে রায়পুরে জিহাদ হবে। তবে মিস্টি জিহাদ নয়। আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা ওইদিন মুহাম্মাদ (সা.) এর কঠিন সুন্নতগুলো পালন করবে। বিজয়ের ঘোষণা না আসা পর্যন্ত ময়দানে জিহাদ করে যাবে। এই কঠোর জিহাদের মাধ্যমে পতন হবে আলতাফ মাস্টারের (আলতাফ হোসেন হাওলাদার)। সে পচবে, গলবে, দুর্গন্ধ ছড়াবে- ভোটের পর।’

    মামুনুর রশিদের (আনারস) সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বিশেষ অতিথির বক্তবে এ মন্তব্য করেন। উপজেলার খাশেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত সভাটির আয়োজন করে ২নং উত্তর চর বংশী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

    কাজী বাক্কি বিল্লাহ আরও বলেন, আলতাফ মাস্টার নাকি এমপি নয়ন, মোহাম্মদ আলী খোকন ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাত্তা দেয়না। তিনি দিবেন কিভাবে। সে একটা বেয়াদপ। যাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে, তারাই একসময় তাকে আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন এবং উপজেলার চেয়ারম্যান বানিয়েছেন। অথচ এই অকৃতজ্ঞ তাদের ভূলে গেলেন। মনে রাখবেন চর বংশীবাসী, অকৃতজ্ঞকারীকে আল্লাহ পছন্দ করে না। যাকে আল্লাহ পছন্দ করেন না তাকে এই রায়পুরের মানুষও পছন্দ করবে না। ব্যালটের মাধ্যমে আলতাফ মাস্টারকে জনগণ শায়েস্তা করবে।

    মোহাম্মদ আলী খোকন এলাকায় করেছেন দৃষ্টিনন্দন সুবিশাল মসজিদ ও স্কুল-কলেজ। বছরের পর বছর অসহায় মানুষদের নগদ অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করে সওয়াবের কাজ করছেন। কিন্তু আলতাফ মাস্টার নদী পাড়ে ঘাট করে সুদের ব্যবসা করছেন। চাঁদাবাজি, ভূমি দস্যুতা, গরিবের হক লুণ্ঠন করছেন। ঘৃণিত ও ইসলাম পরিপন্থি এসব কাজের জন্য তার ওপর গজব নাজিল হবে। দুনিয়া ও আখেরাতে এর শাস্তি তাকে পেতে হবে।

    কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ আরও বলেন, আলতাফ মাস্টার একটা নষ্ট লোক। তাঁর সঙ্গে যারা কাজ করছে তারাও নষ্ট, দুবৃত্ত। পুরো উপজেলায় এদের কোন কর্মী নেই। এরা উত্তর চর বংশী থেকে লোক নিয়ে উপজেলার কয়েকটি জায়গায় ঘুরে বেড়ায়। মানুষের ওপর জুলুম করায় তাঁর পক্ষে সাধারণ মানুষ কাজ করে না। আর নেতাদের সঙ্গে বেঈমানি করায় তারাও নেই আলতাফ মাস্টারের সঙ্গে।

    আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ বিপুল ভোটের ব্যবধানে মামুন সাহেবকে বিজয়ী করবে। যার মাধ্যমে বিদায় হবে আলতাফ মাস্টারের। চরবংশী থেকে বিদায় হবে জুলুমবাজ একটি পরিবারের।

    শনিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার খাশেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন। অন্যান্যদের মধ্যে ছিলেন, আনারস প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, কামরুল হাসান রাসেল, মামুন বিন জাকারিয়াসহ আরও অনেকে।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…