২০২৪ সালের পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি। এ সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে বলেন, ‘আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে আরবি মাস রবিউল আউয়াল শুরু হতে পারে। সে হিসাবে ছয় মাস পরই শুরু হবে পবিত্র রমজান মাস।’
সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা বার্কের এক প্রতিবেদন অনুযায়ী, আল জারওয়ান বলেছেন, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে। রবিউল আউয়াল শুরু হবে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল।
আরও পড়ুন- সাঘাটায় ভ্যান চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস‘ রবিউল আউয়াল’ শুরু হতে পার ১৬ সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।
তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।
চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ মার্চ রোজা ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।
আরও পড়ুন- লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু
সেই হিসেবে আগামী ২০২৪ সালে রমজান মাস শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি আছে। আর ২০২৪ সালে কবে পবিত্র মাহে রমজান শুরু ও ঈদ উদযাপিত হবে সেটির একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
ইসলামে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এ মাসে রোজা রাখেন, ইবাদত–বন্দেগি ও দাতব্য কাজ করেন।
আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ১২ মাসের মধ্যে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকায় প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে রমজান মাস আসে।
এ মাসে মুসলিমরা ফজর অর্থাৎ সূর্যোদয়ের আগে থেকে মাগরিব বা সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। সূর্যাস্তের পর সাধারণত খেজুর ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করার মাধ্যমে রোজা ভাঙা হয়।