ঢাকাSaturday , 26 November 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • চিন্তামুক্ত হওয়ার দোয়া

    Link Copied!

    বিপদ-মসিবত ও নানা চিন্তা-পেরেশানি থেকে মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। কেননা মহান আল্লাহই মুমিনের একমাত্র আশ্রয়। তার অনুগ্রহেই মানুষ চিন্তা-পেরেশানি থেকে মুক্তি পেতে পারেন। প্রিয়নবী (স.) যেকোনো ধরণের চিন্তা, উৎকণ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনার ছোট্ট একটি দোয়া নিয়মিত পড়তে বলেছেন।

    দোয়াটি হচ্ছে—  হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম

    অর্থ: আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপতি।

    আরও পড়ুন-    সরকারি টাকায় সব ধরনের বিদেশ ভ্রমণ স্থগিত

    হজরত আবু দারদা (রা.) বর্ণনা করেন, ‘যে ব্যক্তি (পেরেশানি ও উৎকণ্ঠায়) এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাত বার পড়বে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন।’ (সুনানে আবু দাউদ: ৫০৮৩, কানজুল উম্মাল: ৫০১১)

    ছোট্ট ও সহজ একটি দোয়া। মূলত এটি হলো- আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিজের জন্য যথেষ্ট মনে করে, তার জন্য দুনিয়ায় যেমন পেরেশানি বা উৎকণ্ঠা থাকে না, একইভাবে পরকালেও তার বিপদ-মসিবতের ভয় নেই।

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিপদ-আপদে অগাধ আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে যথেষ্ট মনে করার এবং উল্লেখিত দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4982

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০