রংপুরের পীরগঞ্জ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতাতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী, সহকারী কমিশন (ভুমি) মীর মোহাম্মাদ আল কামাহ তমাল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ওসি তদন্ত মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, প্রথমিক শিক্ষা অফিসার রফিকুজ্জামান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সদস্যা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ঈমাম, শিক্ষক, রাজনৈতিক নৈতিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।