পটুয়াখালীর গলাচিপায় চতুর্থ শ্রেণির ছাত্রী রুনা আক্তার (১০) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ (২৮ আগস্ট) রোববার সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। রুনা আক্তার পানপট্টির ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের জামাল গাজীর এক মাত্র মেয়ে।
এলাকাবাসী জানায়, রুনা পানপট্টির কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে রোববার সকাল ১০টার দিকে বাড়ীর পুকুর ঘাটে গোসল করতে গেলে ঘাট থেকে পা ফসকে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়। বাড়ির লোকজন অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায় চাচা বশির গাজী পুকুর থেকে ডুবন্ত অবস্থায় লাসটি পাড়ে তুলে। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে রুনা কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লাশটি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পানপট্টির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।