ঢাকাSunday , 28 August 2022

টাঙ্গাইলে ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Link Copied!

টাঙ্গাইলের গোপালপুরে ডোবা থেকে হৃদয় (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে বেরিয়ে গত ৬ দিন ধরে সে নিখোঁজ ছিল।

রবিবার (২৮ আগস্ট) সকালের দিকে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই গ্রামের মোস্তফার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, হৃদয় গত ২২ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। নিখোঁজের পর থেকে আত্বীয়-স্বজন সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও হৃদয়ের কোনো সন্ধান পাননি। কোথাও সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হৃদয়ের বাবা।

রোববার (২৮ আগস্ট) সকালে পাতা আনতে স্থানীয় এক ব্যক্তি ওই বাঁশ ঝাড়ে গেলে ডোবায় মরদেহটি দেখতে পান। তার চিৎকার শুনে লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “ হৃদয়ের বাবা থানায় নিখোঁজের বিষয়ে একটি জিডি করেছিলেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4984

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…