প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস পণ্য। এক লাখ মেট্রিক টন ওয়েস্ট কটন রপ্তানির মধ্যে প্রথম চালানে যাচ্ছে ১১১ মেট্রিক টন।
আজ শনিবার (২৭ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার সামিট অ্যালায়েন্স পোর্ট থেকে নদী পথে রপ্তানি পণ্যের যাত্রা শুরু হয়।
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) মোঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, নৌপথে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ানোর জন্য ১৯৭২ সালে ভারতের সঙ্গে নৌ-ট্রানজিট এবং নৌ-পোর্টেবল চুক্তি সাক্ষর করে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী, এই প্রথম ১১২ টন ওজন ক্ষমতা সম্পন্ন ইয়া-রাজ্জাকু নামের জাহাজের মাধ্যমে আসামেরে ধুবুরী পৌঁছাবে গার্মেন্টসের ওয়েস্ট কটন। ৬৫০ কিলোমিটার দূরত্বের আসামের ধুবুরী বন্দরের পৌঁছাতে সময় লাগবে ৬-৭দিন। পরবর্তীতে তা ভারতের হরিয়ানা, কলকাতাসহ ৩টি রাজ্যে যাবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।