গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

যে কারণে নিজেকে বিয়ে করেছেন এ অভিনেত্রী

বিনোদন সংবাদঃ
আগস্ট ২৫, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় টিভি সিরিয়ালের অতি পরিচিত মুখ অভিনেত্রী কণিষ্কা সোনি বিয়ে করেছেন। তবে তা কোনো পুরুষকে নয়, তিনি বিয়ে করেছেন নিজেকেই! এখন সেই বিয়ে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

গত জুন মাসে ভারতের গুজরাটের এক তরুণী সবাইকে চমকে দিয়ে নিজেকে নিজে বিয়ে করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়। সেই রেশ কাটতে না কাটতে এবার মিডিয়া জগতেও ঘটল একই ঘটনা।

অনেকে কটাক্ষ করে বলছে, নেশার ঘোরে এমন কাজ করেছেন কণিষ্কা। সে বিষয়ে অভিনেত্রীর সাফ জবাব, ‘আমি গাঁজা বা মদের নেশায় আমার সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, অনেকে এমনটা বলছেন। তাদের উদ্দেশ্যে জানাতে চাই, মন থেকে আমি এতটাই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী যে, বিনোদন দুনিয়ার মানুষ হয়েও কখনও নেশায় আসক্ত হইনি। আমি মন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

কণিষ্কা সোনি বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‘দিয়া অউর বাতি হাম’, ‘দো দিল এক জান’, ‘দেব কা দেব…মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’ ইত্যাদি।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।