biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 1 August 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তার সাজানো নাটক, দাবি অভিভাবকদের

    Link Copied!

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে ঘুরতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ ৩৪ জন শিক্ষার্থীর কোনো ধরনের রাজনীতি বা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয় বলে দাবি করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় তারা অভিযোগ করেন শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার একটি সাজানো নাটক।

    মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বুয়েট শহীদ মিনারে প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন আটক শিক্ষার্থীদের অভিভাবকরা। শিক্ষার্থীদের গ্রেপ্তার ও মামলা সাজানো নাটক দাবি করে পরিবার বলছে, তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

    অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটক শিক্ষার্থী আলি আম্মার মুয়াজের ভাই আলি আহসান জুনায়েদ।

    এসময় আলী আহসান জুনায়েদ অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা, বিশৃঙ্খলা ও রাষ্ট্রদোহীতার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

    অভিভাবকদের অভিযোগ, আটকের ২৪ ঘণ্টা পেরিয়ে যাবার পর তাদের মামলায় যেসব আলামত দেখানো হয়েছে সেসব সাজানো। গ্রেপ্তারকৃতদের ভবিষ্যৎ বিবেচনায় তাদের দ্রুত মুক্তির দাবিও করেন তারা।

    আরও পড়ুন-   টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

    অভিভাবক প্রতিনিধি আলী আহসান জুনায়েদ, বলেন, ‘শনিবার (২৯ জুলাই) আমাদের সন্তান/ স্বজনরা ক্যাম্পাসের বন্ধুদের সঙ্গে সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঘুরতে যান। ভ্রমণের একপর্যায়ে রবিবার (৩০ জুলাই) বিকালে তাদের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রবিবার বিকাল থেকে তাদের ফোনে পাওয়া যাচ্ছিল না। আমরা মনে করেছি ট্যুরে আছে, তাই ব্যস্ত আছে হয়তো। কিন্তু পরবর্তীতে রাতে ভিন্ন মাধ্যমে জানতে পারি ভ্রমণকারী সবাইকে তাহিরপুর থানায় নিয়ে গেছে পুলিশ। এরপর থেকে তাদের বিষয়ে খোঁজখবর জানার জন্য আমরা ওসি ও এসপিকে বারবার ফোন করেছি, কিন্তু উনারা কেউ ফোন রিসিভ করেননি। তাই আমরা জানতেও পারছিলাম না কেন তাদের আটক করা হয়েছে।’

    বুয়েট শিক্ষার্থী আটক

    তিনি আরও বলেন, ‘এর মাঝে আমাদের কারো কারো আছে পরশু রাতেই আমাদের সন্তান/স্বজনেরা ফোন করে এনআইডির ছবি চেয়েছে। কিন্তু তখনও সেই অভিভাবকরা জানত না যে তাদের আটক করা হয়েছে। তাদের দিক থেকেও আর কিছু বলতে দেওয়া হয়নি। গতকাল (সোমবার) বিকালে আমরা জানতে পারি, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তারা নাকি নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য সেখানে গেছে। আমরা মনে করি, এ রকম হাস্যকর ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও দুর্ভিসন্ধিমূলক। স্থানীয় ওসি এবং এসপিকে ফোন দেওয়ার পাশাপাশি আমরা রাত থেকে ভিসি স্যারকেও ফোন দিয়েছি অসংখ্যবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কারো সঙ্গেই যোগাযোগে সক্ষম হইনি।’

    আরও পড়ুন-   হাওরে ঘোরার নামে গোপন বৈঠক, বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

    মালামাল জব্দের বিষয়টি বানোয়াট দাবি করে তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, জব্দকৃত মালামাল হিসেবে কতগুলো জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধারের যে প্রসঙ্গ অবতারণা করা হয়েছে, এটি অত্যন্ত হাস্যকর এবং বানোয়াট বিষয়। তারা টার্ম-ব্রেকের বন্ধে বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে ওখানে গেছে। আর টাঙ্গুয়ার হাওরে গিয়ে কেউ নাশকতার পরিকল্পনা করবে, এমন অভিযোগও হাস্যকর। পরবর্তীতে তাদের সঙ্গে সাক্ষাৎ হলে তারা এটা পরিষ্কার করেছে যে, তাদের কাছে এবং সঙ্গে থাকা মোবাইলে প্রত্যাশিত কিছুই না পেয়ে তাদের সামনেই জব্দকৃত মালামাল হিসেবে সেগুলো সংগ্রহ করা হয়েছে এবং ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট করা হয়েছে তাদের মামলা সাজানোর জন্য।’

    জুনায়েদ আরও বলেন, ‘গতকাল (সোমবার) সন্ধ্যায় আমরা কয়েকজন অভিভাবক বুয়েটের ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাই। সেখানে গিয়ে ছাত্রকল্যাণ পরিচালকের সঙ্গে দেখা হয় এবং তাকে পুরো বিষয়টি অবহিত করি। আশ্চর্যজনক বিষয় হলো, ছাত্রকল্যাণ পরিচালক মহোদয় আমাদের জানান যে, তাদেরও পুলিশের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে গতকাল (সোমবার) বিকাল ৪টা বা ৫টার দিকে। সে সময় এ রকম ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে এ বিষয়টি নিয়ে যে আমরা উদ্বিগ্ন এবং আমাদের সন্তানদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার হুমকির সম্মুখীন সেটা জানিয়েছি আমরা। এবং এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধও জানিয়েছি আমরা। তারা তাদের প্রসিডিওর অনুযায়ী চেষ্টা করবেন বলেছে।’

    শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে জুনায়েদ বলেন, ‘আমরা বুয়েট প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের সন্তানরা জড়িত নয়। কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা পরিষ্কার ভাষায় বলছি তারা সাধারণ শিক্ষার্থীমাত্র। সার্বিক পরিস্থিতিতে ভিক্টিম শিক্ষার্থীদের পরিবারের আপনজন হিসেবে আমরা মানসিকভাবে বেদনাদায়ক সময় পার করছি ও তাদের ভবিষ্যত জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের নিরপরাধ সন্তানদের এবং সাধারণ বুয়েট শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

    আরও পড়ুন-   জীবাশ্ম জ্বালানির কার্বন নিঃসরণ সর্বকালের সর্বোচ্চ হতে পারে

    উল্লেখ্য এর আগে গত রবিবার (৩০ জুলাই) পর্যটক হিসেবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরে বেড়ানোর সময় আটক করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও প্রাক্তন ৩৪ শিক্ষার্থীকে। মূলত সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে এমন সন্দেহে তাদের আটক করা হয়।

    আটক শিক্ষার্থীরা হলেন আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, সাদ আদনান অপি, শামীম আল রাজি, আব্দুলাহ আল মুকিত, জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত ফাহিম, এ টি এম আবরার মুহতাদ, ফয়সাল হাবিব, আব্দুল বারি, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, বাকি বিল্লাহ, মাহাদি হাসান, আলী আম্মার মুয়াজ, টি এম তানভির হোসেন, রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আব্দুর রাফি, আশ্রাফ আলী, মাহমুদ হাসান, এহসানুল হক, মাঈন উদ্দিন, রাইয়ান আহম্মেদ সাজিদ, তানিমুল ইসলাম ও আব্দুল্লাহ মিয়া।

    এ বিষয়ে সোমবার (৩১ জুলাই) সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, ‘জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ৩৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেছেন।’

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…