সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০০৪ সালে দলটির ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার হয়ে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে উপজেলা সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আহসানুল হক তুহিনসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবি লীগ, কৃষক লীগের সর্বস্তরের নের্তৃবৃন্দ।