গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় পুলিশ নিহত

ছামিউল ইসলাম আরিফ, হিলি (দিনাজপুর)ঃ
আগস্ট ২৩, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় ওমর ফারুক নামে এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক পাশ্ববর্তী গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে ঘোড়াঘাট থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক এবং হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেছে। হাফিজার রহমান (৩৮) নামের উক্ত ট্রাকের হেলপারকে গ্রেফতার করেছে পুুলিশ। গ্রেফতারকৃত ট্রাক হলেন হেলপারের বাড়ি বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল ওমর ফারুক সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সড়কটিতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। ভোর সাড়ে ৩ টার সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মাল বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৭৩৮৪) কনস্টেবল ওমর ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, আমরা সকলে গভীর ভাবে শোকাহত। এই ঘটনায় আমরা একটি নিয়মিত মামলা করেছি। পলাতক ট্রাক চালককে অতিদ্রুত গ্রেফতার করা হবে। মরদেহ উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।