“পরিবেশ ভারসাম্য রক্ষা যদি চান, তাহলে বেশি বেশি গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা (এনজিও) বন্ধন বিরামপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের চত্তরে এই ফলজ ও বনজ বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
এসময় বন্ধন এর পরিচালক এডমিন শফিকুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কালাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: তাহাজুল ইসলাম, সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, বন্ধন বিরামপুর শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম সেলিম, মনিটরিং অফিসার রায়হান আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপন উদ্বোধন শেষে বন্ধন এর পরিচালক এডমিন শফিকুল আলম চৌধুরী, বিরামপুর উপজেলায় বন্ধন এনজিও উদ্দ্যোগে বিরামপুর উপজেলা বিভিন্ন আশ্রয় প্রকল্পের বাড়ির আশেপাশে ৬০০ টি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হবে। তারই অংশ হিসেবে আজ উপজেলা চত্তরে বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।