বৈরী আবহাওয়ায় ভোলায় কোন ট্রলার ডুবির ঘটনা না ঘটলেও নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা এবং সুন্দরবনসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে ভোলা লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার অন্তত ১ শত ৭২ জেলে নিখোঁজ হয়েছে।
গত দুই দিনে বিভিন্ন জেলা থেকে ১ শত ২৭ জেলেকে উদ্ধার করা হলেও এখনো ৪৫ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম আজ রোববার (২১ আগস্ট) দুপুরে সাংবাদিকদেরকে জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা পুলিশের পাশাপাশি নৌ-পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে। নৌবাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।
এছাড়া নদী ও বঙ্গোপসাগর তীরবর্তী বিভিন্ন জেলা এবং থানায় নিখোঁজদের বিষয়ে তথ্য জানানোর জন্য বিশেষ বার্তা দেয়া হয়েছে।