আগামীর স্মার্ট জাতি গঠনের কারিগর দক্ষ নারী, সেই স্মার্ট জাতি গঠনে বড় বাধার সৃষ্টি করে বাল্য বিয়ে। বাল্য বিয়ে প্রতিরোধে গ্রাম-গঞ্জের সকলকে সঙ্গে নিয়ে নিয়মিত সচেতনতা মূলক কর্মসূচি পরিচালিত করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সেই লক্ষ্যে নীলফামারী কিশোরগঞ্জে “আমার গ্ৰাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ জুন) সকালে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় টাউন হল কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- ভারত থেকে পেঁয়াজ এলো দেশে
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম, এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার নেলসন সরেন জন কেনেডি ক্রুশ, জেফিরাজ দোলন কুবি, জুনিয়র প্রোগ্ৰাম অফিসার আনোয়ার হোসেনসহ শিশু ফোরাম ও যুব ফোরামের নেতা-নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুব ফোরাম ও শিশু ফোরামের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ মুক্ত গ্রাম গঠনের জন্য দায়-দায়িত্ব সম্পর্কে আলোচনা ও আমার জীবন আমার স্বপ্ন প্রোগ্রামের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।