তরুণদের সামাজিক কাজে উদ্ধুদ্ধ করা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে গাইবান্ধায় জুম বাংলাদেশের আয়োজনে ‘ভলান্টিয়ার ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২০ আগষ্ট) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওর্য়াকশপে ভলান্টিয়াদের নিয়ে ৪ টিম গঠন করা হয়। তারা টিম অনুযায়ী কাজ করে বিভিন্ন সমস্যা ও তার সমাধান চিহ্নিত করেন। পরে টিম লিডারসহ ভলান্টিয়ারা বিষয়গুলো উপস্থাপন করে।
ওয়ার্কশপে ভলান্টিয়ারদের সামাজিক কাজে উদ্ধুদ্ধ করা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।
ওর্য়াকশপ শেষে ডিবি রোড এর পার্কে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়, পরে তা বিজয় স্তম্ভে এসে শেষ করা হয়।
উল্লেখ্য, জুম বাংলাদেশ গাইবান্ধায় ২০১৮ সাল থেকে কাজ করছে। জেলা শহরের রেলওয়ে কলোনিতে জুম বাংলাদেশ নামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল রয়েছে। সেখানে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। এর পাশাপাশি বৃক্ষরোপন, ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, সামাজিক সচেতনামূলক কর্মসূচি, বিভন্ন উৎসব, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।