লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবিদা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।
শিশু আবিদা আক্তার ওই এলাকার একরামুল হকের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করছিলো আবিদা আক্তার। এ সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসে। হাতীবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনারুল হক শিশুটির মৃত্যু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চত করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।