গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

ভোক্তা অধিকারের অভিযানে উলিপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
আগস্ট ১৯, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় আজ ১৯ আগস্ট ২০২২ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর বাজারে মাছ, মুরগি, ডিম সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করে। ডিম ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় রফিকুল ডিম ঘরকে ১,০০০ টাকা, মুদি দোকানে পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আতাউর স্টোরকে ১,০০০  টাকা এবং মাছে ওজন কম দেওয়ার অপরাধে নিখিল চন্দ্র নামের এক মাছ ব্যবসায়ীকে ২,০০০ টাকা ও ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম, উলিপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ভোক্তা স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।