সৌদি আরবের রাজধানী রিয়াদে মেহেদী হাসান মুন্না (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিজ কর্মস্থলে কাজ করা অবস্থায় দুর্ঘটনায় মারা গেছেন। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা হাজী বাড়ির শাহ আলম মিয়ার ছোট ছেলে মেহেদী হাসান মুন্না। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পানির কোম্পানিতে কর্মরত ছিলেন। ২০১৮ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান ।
গত ১৩ আগষ্ট সকালে প্রতিদিনের ন্যায় কাজ করছিলেন মেহেদি হাসান মুন্না, গাড়িতে পানি লোড করার সময় গাড়ির পিছনের দরজা ভেঙ্গে মুন্নার ঘাড়ে এসে পড়ে। সঙ্গে সঙ্গে মুন্নাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসকগন সকল পরীক্ষা করে নিশ্চিত হন যে গাড়ির দরজার আঘাতে মুন্নার ঘাড়ের প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে ঘাড় ভেঙে গেছে। ৫ দিন আইসিউতে থাকা অবস্থায় গতকাল মৃত্যু বরণ করেন।
মেহেদী হাসান মুন্নার এই মর্মান্তিক মৃত্যুতে কর্মস্থলসহ নিজ এলাকা রায়পুরে শোকের মাতম চলছে, উক্ত রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ ও তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।