গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

ঘোড়াঘাটে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ
আগস্ট ১৮, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৮ আগষ্ট) দুপুরে উপজেলার বুলাকীপুর ইউপির সোনারপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, আমরা করতোয়া নদী থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছি। ধারণা করছি তিনি ২-৩ আগে নিহত হয়েছে। মরদেহ গলে যাওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে সিআইডির ফরেনসিক ইউনিট মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।