ঈদ-উল ফিতর উপলক্ষে নেত্রকোণা জেলার মদন উপজেলার ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন মদন উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে তিনি এই শুভেচ্ছা বার্তাটি দেন।
আরও পড়ুন- পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ঈদ কাল শনিবার
শুভেচ্ছা বার্তায় মুফতি আনোয়ার হোসেন জানান, এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও জানান, আসুন আমরা সবাই ইসলামিক চিন্তা দ্বারা বাস্তবায়িত করতে একসাথে কাজ করি।দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।