গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

জে এম আলী নয়নঃ
আগস্ট ১৮, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

পরে বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সহকারী বন সংরক্ষক সোহেল রানা প্রমুখ।

এর আগে, পঞ্চগড় জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বন বিভাগসহ জেলার নার্সারি ব্যবসায়ীদের ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছর চারা প্রদর্শন ও বিক্রি করছে।

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…