২০০৫ সালের ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তাদের অবস্থান জানান দিতেই দেশব্যাপি সিরিজ বোমা হামলা করেছিল। এই হামলার প্রতিবাদে আজ বুধবার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরের গানাসাস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এসময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুসহ শহিদুল ইসলাম আবু, রণজিত বকসী সূর্য্য, পিয়ারুল ইসলাম, সাইফুল আলম সাকা, মাহবুব আলম কোর্ট, অ্যাড. মহিবুল হক মোহন, পিপি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, আমিনুর জামান রিংকু, তানজিমুল ইসলাম জামিল, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শাহ সারোয়ার কবীর, মোফাজ্জল হোসেন, ওমর ফারুক রুবেল, মো. কামাল হোসেন, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, দীপক কুমার পাল, মোশাররফ হোসেন দুলাল, মোস্তাক আহমেদ রঞ্জু, মাহমুদা বেগম পারুল, আব্দুল লতিফ, মো. আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।