দিনাজপুরের নবাবগঞ্জের চড়ারহাট আন্দোল নয়াপাড়া গ্রামের বাঁশঝাড় থেকে গাফফার আলী (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার(১৪ আগষ্ট) সন্ধ্যার দিকে উপজেলার ঐ গ্রামের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গাফফার আলী ওই গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে।
পরিবারের লোকজন বলেন, গাফফার একজন খড় ব্যবসায়ী তিনি বিভিন্ন জায়গা থেকে খড় কিনে বিক্রি করে থাকে। প্রতিদিনের মতো গতকাল শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যান গোফফার। তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আজ রবিবার বিকেলে বাড়ির পাশে ঘুরতে গিয়ে পাশের বাড়ির একজন বাঁশঝাড়ে তার মরদেহ দেখে আমাদেরকে জানালে আমরা গিয়ে তাকে চিনতে পারি। রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিচার চাই।
পুলিশ সুপারের অনুমতি ছাড়া মরদেহ উদ্ধারের বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী।
আরও দেখতে পারেন-
⇒ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার
⇒ হিলিতে কাঁচা মরিচ কমিয়ে তার ঝাঁঝ
⇒ একদিন পিছিয়ে খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান ১৬ আগস্ট
⇒ মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতিতে কখনোই আস্থা রাখেনি বিএনপি
⇒ নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের