ঢাকাMonday , 25 July 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • শাকিব বিয়ে করবে, ‘আমিও করব’

    Link Copied!

    ঢাকা :

    আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর একা আছেন তিনি।

    জানা গেছে, বিয়ের সম্ভাব্য সময় আগামী বছর, ইতোমধ্যেই তার জন্য পাত্রী দেখা হচ্ছে। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন শাকিব খান নিজেই।

    ঢালিউডের সুপারস্টার বলেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

    এদিকে শাকিবের বিয়ের খবরে অপু বিশ্বাস জানালেন, তিনিও বিয়ে করবেন। কারণ জীবন একাকী কাটানো যায় না। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অপু বলেন, ‘আমিও বিয়ে করব, জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে। সব দায়িত্ব শেষ করে, আদর্শবান ও যত্নশীল একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’

    শাকিবের নতুন বিয়ে প্রসঙ্গেও মন্তব্য করেছেন অপু। বলেছেন, ‘এটা তো অবশ্যই সুখবর! সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহাআনন্দ করব।’

    ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব-অপুর বিয়ে হয়। তারা ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। এরপর ইস্যুটি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এই ঘটনার পরই তাদের সংসার ভেঙে যায়।

    অপুর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের প্রেম-বিয়ের গুঞ্জন আছে। যদিও তারা কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 735

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০