দিনাজপুরের হিলিতে খুচরা ও পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার ফলে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। এতে কিছুটা সস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষদের মাঝে।
আজ রবিবার দুপুরে হিলি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়। গত এক সপ্তাহ আগে দেশীয় কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় প্রতি কেজিতে ৪০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা দামে।
আরও দেখুন- কুড়িগ্রামে মাদকসহ স্বামী-স্ত্রী আটক
হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, বর্তমান নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ছে। সেই অনুযায়ী সবজির দামটা একটু কম। তবে কয়েকদিন আগে দেশীয় কাঁচা মরিচের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হয়েছিল যে নিম্ন আয়ের মানুষরা কাঁচা মরিচ আর কিনতে পারবেনা। তবে ভারত থেকে কাঁচামরিচ আসার পর দামটা কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। এক সপ্তাহ আগে কাঁচা মরিচ বিক্রি করেছি ২৪০ টাকা কেজি। আর আজকে বিক্রি করছি ২০০ টাকা কেজি।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা সাহালম নামের এক ক্রেতা বলেন, আমি বাজারে আসছিলাম বাজার করতে। এসে দেখি নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। শুধু কাঁচা মরিচের দামটা কিছুটা কমছে। এখন ২০০ টাকা কেজি নিচ্ছে। তবে আরো কমলে আমাদের নিম্ন আয়ের মানুষদের জন্য একটু ভালো হয়। তবে অন্যান্য জিনিসপত্র যেমন পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ সয়াবিন তেলের দামটাও আবার বাড়ছে। এই পণ্য গুলোর দাম যদি কমতো তাহলে ভালো হতো।
আরও দেখতে পারেন-
⇒ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার
⇒ লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ প্রস্তুতিকালে দূর্বৃত্তদের হামলা
⇒ একদিন পিছিয়ে খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান ১৬ আগস্ট
⇒ মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতিতে কখনোই আস্থা রাখেনি বিএনপি
⇒ নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের