রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে শিপন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৩ আগষ্ট) বেলা আড়াইটার দিকে মতিঝিল শাপলা চত্বরের পাশে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ভবনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
শিপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি মেঘনা ইনস্যুরেন্সের ভবনেই থাকতেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, শিপন অ্যালুমিনিয়ামের কাজ করতেন। থাকতেন ওই ভবনেই। দুপুরে ১৮ তলার বাইরের দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে সংবাদ পেয়ে পুলিশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও দেখতে পারেন-
⇒ হিলিতে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম
⇒ নেই মেসি-নেইমার, আছেন রোনালদো
⇒ ২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”
⇒ ছেলে সন্তানের মা হলেন পরী মণি