লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুকুরের পানিতে ডুবে নাফিজা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত নাফিজা ইউনিয়নের শেখপুর গ্রামের অটো চালক ইসমাইল হোসেন লাদেনের মেয়ে।
নিহত নাফিজার পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে কিস্তির টাকার দেয়ার জন্য পাশের বাড়িতে গেলে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরই বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ডাক্তার।
স্থানীয় ইউপি সদস্য সালা উদ্দিন শিশু নাফিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।