বিএনপি ও আ’লীগের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত পরিচয়ে প্রায় শতাধিক জনের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি মামলা করেন। এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
আরও পড়ুন- হিলিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
গ্রেফতারকৃতরা হলেন রুহিয়া থানাধীন আসাননগর গ্রামের মৃত জহির উদ্দিনের দুই ছেলে মোশারুল ইসলাম (৫০) ও আঝারুল ইসলাম (৪০), কুজিশহর গ্রামের মৃত আলহাজ্ব খজমত আলীর ছেলে আব্দুল কাদের (৬২) এবং ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।