গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

হিলিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ছামিউল ইসলাম আরিফ, হিলি (দিনাজপুর)ঃ
আগস্ট ৩০, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলিতে জ্বালানী তেল, গণপরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মুল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপি।
আজ সোমবার বিকেলে পৌর শাখার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মাঠপাড়া এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন বিশ্বে যখন তেলের দাম কমে তখন সরকার দেশে ভোজ্য ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এতে করে সবকিছুর দাম হুহু করে বাড়ছে এতে করে জনগনের নাভিশ্বাস উঠে গেছে। তাই মানুষের অধিকার ফেরাতে আন্দোলন ছাড়া কোন উপায় নেই। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা বলেও হুশিয়ারী দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস পারুল নাহার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা যুব দলের আহবায়ক শাহ আলম ও উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মিরাসহ অনেকে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।