ঢাকাWednesday , 14 September 2022

জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

Link Copied!

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে মশিউর রহমান রাঙ্গা এমপি’কে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরইমধ্যে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। তবে মশিউর রহমান রাঙ্গাকে কেনো অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জানা গেছে, কোনো রকম শোকজ বা নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। তবে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির গঠনতন্ত্র নিয়ে খোলামেলা মন্তব্য করায় তাকে বহিষ্কার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বগুড়ায় রেলওয়ে অবৈধ মার্কেট স্থাপনা উচ্ছেদ

এর আগে, সর্বশেষ কাউন্সিলে জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছিলেন মশিউর রহমান রাঙ্গা। এর কয়েক মাসের মাথায়ই তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জাপার তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের এর চেয়ারম্যান পদ নিয়ে জাপায় বিভক্তি দেখা দিলে শক্তহাতেই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলে তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…