‘কথায় আছে মাঘের শীতে বাঘে কাপে’ কিন্তু বরাবরের মতই উত্তরের জেলা পঞ্চগড়ে বাঘের দেখা না পাওয়া গেলেও দেখা মিলে যায় শীতের। পঞ্চগড়ে রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকালের দিকেও কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ। তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, গতকাল একই সময়ে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন— বিএনপি অন্ধকার গলিপথ খুঁজে বেড়ায়ঃ শেখ হাসিনা
গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। সূর্যের দেখে নেই বললেই চলে। মাঝে মধ্যে রোদ দেখা দিলেও তেজ ছিল না তেমন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ্ বলেন, আরও কয়েকদিন একই রকম আবহাওয়া থাকতে পারে।