রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল দীর্ঘ আড়াই মাস পর।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে তালা খুলে নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বিকেল তিনটায় এই কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন— ২৮ তারিখ ঢাকার কোনো রাস্তা বন্ধ করব নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে, গতকাল বুধবার রাতে গণমাধ্যমে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর কার্যালয় খোলায় খুশি বিএনপির নেতা কর্মীরা। প্রান্তিক পর্যায়েও চলছে দলের ঢেলে সাজানোর কাজ৷ জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে বাড়ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আনাগোনা। নিজেদের প্রস্তুত করছে তৃণমূল পর্যায়ের কর্মী ও নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, আড়াই মাস পর আজ কার্যালয়ে ঢুকতে পেরেছি। পুলিশের কাছে বারবার চাবি চাইলেও দেয়নি। আজ বাধ্য হয়ে তালা ভেঙে ঢুকেছি। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে কার্যালয়ে এসেছেন। ভালো লাগছে নিজের চেয়ারে বসে। বিকেল ৩ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন— ২৮ অক্টোবরের সহিংসতার বিষয়ে কূটনীতিকদের জানাল সরকার
প্রসঙ্গত, গত বছরের (২০২৩ সালের) ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে কর্মীদের ছোঁড়া ইট-পাটকেল আর পুলিশের শব্দ বোমা ও টিয়ারসেলের ধোয়ায় কালো অন্ধকার নেমে আসে বিএনপির কার্যালয়ে। নাশকতা ও বিচারপতির বাস ভবনে হামলার অভিযোগ উঠে বিএনপির নেতা কর্মীদের উপর।
তালা ঝুলে কার্যালয়ে, গ্রেফতার আতঙ্কে নেতা কর্মীরাও দীর্ঘ সময় আসেননি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভয় আতঙ্কে আর পুলিশের উপস্থিতি দেখে নেতা কর্মী তো বটে এত দিন কাক পক্ষীও যেন তাকায়নি কার্যালয়টির দিকে। ধুলোবালির আস্তরণে চেনার উপায় নেই এক সময়ের রাজনীতির চর্চার গুরুত্বপূর্ণ এই ঘর।