আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারের কেন্দ্রে যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের প্রতি আহ্বান করেছেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী এমএ সাত্তার।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী সাত্তার লক্ষ্মীপুর প্রেস ক্লাব এসে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।
তিনি জানান- তার প্রতিপক্ষ (নৌকার) প্রার্থীর সমর্থকরা এ পর্যন্ত তার বেশকিছু সমর্থকদের শত বাধা বিপত্তি, মামলা, হামলা, ভাংচুর, বাড়ি-বাড়ি গিয়ে তার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন করা করছে।
আরও পড়ুন— ভোটের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি
ক্ষোভ-প্রকাশ স্বতন্ত্র এই প্রার্থী সাংবাদিকদের জানান- কিছুক্ষণ পূর্বে তার (ট্রাক প্রতীকের) এক সমর্থককে চরশাহী ইউনিয়নে মারধর করা হয়। হামলার সঙ্গে সরাসরি নৌকার প্রার্থীর লোকজনকে দায়ী করে তার সাথে থাকা মোবাইল থেকে রক্তাক্ত অবস্থায় হামলার শিকার সেই যুবকের ছবি সাংবাদিকদের দেখান তিনি।
এম.এ সাত্তার ভোটারদের উদ্দেশ্য করে বলন, প্রচার-পচারণায় বাধাসহ নানামুখী সমস্যা সৃষ্টির পরও আমি আমার নির্বাচনী প্রচারণা যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করতে যাচ্ছি। এজন্য আপনারা সাধারণ ভোটারা আপনাদের পরিবার-পরিজন নিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্র গিয়ে আমার ট্রাক মার্কা একটি ভোট দেওয়ার জন্য আহবান করছি।