আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সংঘাত এড়াতে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কবে অনলাইন ভোটিং চালু করা হবে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখন নিশ্চয়তা দিতে পারব না যে, অনলাইন ভোটিং সিস্টেম কবে চালু হবে।
রবিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনলাইনে মনোনয়ন জমা পদ্ধতি ও স্মার্ট নির্বাচনী ব্যবস্থাপনার অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনলাইন ভোটিংয়ের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, অনলাইন ভোটিং, ঘরে বসে ভোট- এটা পৃথিবীর কোথাও এখনো হয়নি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাতের সময় আমাকে জানিয়েছেন- তারা চেষ্টা করছেন। আমার বিশ্বাস, তাদেরটা বাস্তবায়িত হবে। ভারতে বাস্তবায়িত হলে দেখব আমরাও সেটা করতে পারব কি না। কিন্তু তার আগে আমরা এখন কোনোরকম নিশ্চয়তা দিতে পারব না যে- অনলাইন ভোটিং সিস্টেম কবে চালু হবে।
আরও পড়ুন— চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় নাঃ প্রধানমন্ত্রী
সিইসি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যে শোডাউন হয়, তা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা করতে গিয়ে আচরণবিধি ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতির মধ্য দিয়ে এ ধরনের অনাচারগুলো কমে আসতে পারে।
তিনি বলেন, ৫০-৬০ বছরে প্রযুক্তির যে পরিবর্তন হয়েছে এটা অবিস্মরণীয়। প্রযুক্তির সঙ্গে নিজেকে মেলাতে যদি না পারি তবে পিছিয়ে যাবো। নির্বাচনের যে অ্যাপ উদ্বোধন করা হলো এটা স্বচ্ছতা প্রতিপাদনে খুব সহায়তা করবে। ভোটে দুই ঘণ্টা পরে আমি কি পেলাম, চার ঘণ্টা পরে কী পেলাম তা জানতে পারবো। এই অ্যাপ স্বচ্ছতা সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কাজেই একটু কষ্ট করে আমাদের শিখে নিতে হবে, কীভাবে আমরা ব্যবহার করবো।
এই পদ্ধতি স্বচ্ছতার ক্ষেত্রেও খুবই সহায়ক হবে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের তথ্য সরবরাহ সহজ ও দ্রুত করে দেবে। আমাদের একটু কষ্ট করে শিখে নিতে হবে অ্যাপের মাধ্যমে কীভাবে বিভিন্ন তথ্য আমরা অবলোকন করব।