ঢাকাTuesday , 7 November 2023

উপ-নির্বাচনঃ লক্ষ্মীপুর-৩ আসনে বিজয়ী পিংকু গেজেটের জন্য ইসিতে উপস্থিত

Link Copied!

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণে অনিয়ম তদন্ত করতে জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অপরদিকে, আলোচিত এ উপ-নির্বাচনের বিজয়ীপ্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) ইসিতে গেজেট প্রকাশের জন্য উপস্থিত হয়েছেন। লক্ষ্মীপুরে যে নির্বাচনে কারচুপি নিয়ে চলছে তদন্ত।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসেন পিংকু। তদন্ত কমিটি গঠনের পরদিনই পিংকু হাজির নির্বাচন ভবনে।

আরও পড়ুন—    

পিংকু সাংবাদিকদের জানান, একজন নির্বাচন কমিশনার তার পূর্বপরিচিত। একসঙ্গে হজ নিয়ে কাজও করেছিলেন। তাই তার সঙ্গে দেখা করতে এসেছেন।

ভোটে অবৈধভাবে ব্যালটে সিল মারার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আজাদ ছাত্রলীগের কেউ নন। সে ছাত্রশিবিরের কর্মী। বিতর্কিত কাজ করেছেন বলে তাকে আরও আগেই বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছিলো।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের এই সভাপতি আরও বলেন, আমাদের বিতর্কিত করার জন্য আজাদ টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই এসব কাজ করেছেন।

আরও পড়ুন—    

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে নির্বাচনী ফলাফলের প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গেজেট প্রকাশের জন্য সেই ফলাফল নথিতেও উপস্থাপন করা হয়েছে।

গত রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকের এ প্রার্থীর পক্ষে এক লোককে অনরবত ব্যালটে সিল মারার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিল মারার একটি ভিডিও ভাইরাল হলে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে বুধবারের (৮ নভেম্বর) মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জেলা নির্বাচন কর্মকর্তাকে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…