লক্ষ্মীপুরের রায়পুরে শিশুসহ একই দিনে পৃথক চার ব্যাক্তি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারের পাশে নীজেদের বাড়ীতে হ্রদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে সাবেক শিক্ষা কর্মকর্তা, ক্যান্সার রোগে সমাজ সেবক ও পানিতে ডুবে এক শিশু এবং উত্তর চরআবাবিল ইউপির চেয়ারম্যানের মা বার্ধক্যজনিত কার মারা যান।
মারা যাওয়া শিশুসহ তিন ব্যাক্তিকে শনিবার সকাল ৯টার সময় উত্তর চরবংশীর খাসেরহাট জামে মসজিদের সামনের ঈদ গাঁ মাঠে এবং একই সময়ে চরআবাবিল হাওলাদার বাড়ীর জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন— বিদেশি শক্তি আমাদের ক্ষমতাচ্যুত করতে পারবে নাঃ কৃষিমন্ত্রী
মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, উত্তর চরআবাবিল ইউপি চেয়ারম্যান জিকু হাওলাদারের মা আন্জুমা খাতুন (৮৫)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান।
কমলনগর উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের (৭৩)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।
একই গ্রামের সমাজ সেবক আফাজ উদ্দিন (৭০)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।
শিশু মোঃ নোমান (৩)। তারও গৃহীনি মা- প্রবাসী বাবা ও এক বোন রয়েছে।
তাদের মৃত্যুতে স্থানীয় এমপি এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন, বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ, সকল শিক্ষক, সাংবাদিক ও স্বজনরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।