ঢাকাMonday , 20 May 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে ভোট চাওয়ার অভিযোগ টিপুর বিরুদ্ধে

    Link Copied!

    লক্ষ্মীপুরে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে এ.কে.এম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ) নামের এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। সোমবার (২০ মে) নির্বাচনী বিধি লঙ্গন করে ওই প্রার্থী লক্ষ্মীপুর সরকারি কলেজের একাধিক শ্রেণিকক্ষে নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাঁর বার্তা অভিভাবকদের কাছে পৌঁছে দিতে বলেন।

    শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে নির্বাচনী প্রচারণার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর, শিক্ষক সহ প্রার্থীর সমর্থক ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

    নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, কাপ পিরিচ মার্কার প্রার্থী সালাহ উদ্দিন টিপু শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে ভোট চেয়েছেন। আমাদের হাতে লিপলেট দিয়ে বলা হয়, বাড়ি গিয়ে যেন অভিভাবক ও আত্মীয়-স্বজনদের ওনার প্রতীকে ভোট দিতে বলি। ওনি আমাদের পাঠদান থামিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন। এসময় কলেজ ছাত্রলীগ নেতা ও শিক্ষক  উপস্থিত ছিলেন। তারাও কাপ পিরিচ মার্কায় ভোট দেওয়ার কথা বলেছেন।

    কলেজ ছাত্রলীগ সভাপতি মহসিন কবির সাগর বলেন, কিছুদিন পূর্বে কলেজে ছাত্রলীগের কয়েকজন সমর্থকদের মধ্যে মারামারি হয়েছিলো। ঘটনাটি মীমাংসা করতে সালাহ উদ্দিন টিপু কলেজে এসেছেন। এসময় অতি উৎসাহী কিছু শিক্ষার্থী ওনার কাপ পিরিচ মার্কার লিপলেট হাতে নিয়েছেন। তবে তিনি কিংবা আমরা কেউ পাঠদান বন্ধ রেখে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে ভোট চাইনি।

    বক্তব্য জানতে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিমের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

    এবিষয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানব সম্পদ) পদ্মাসন সিংহ বলেন, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচারণা এটি নির্বাচনী আইন লঙ্গন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    শীর্ষ সংবাদ

    শীর্ষ সংবাদ

    সর্বমোট নিউজ: 260

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…