দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়। বুধবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার ১৭২ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে গতদিনের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।