শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা সেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় রুহিয়া থানা আ’ লীগের দলীয় কার্যালয়ে থানা সেচ্ছাসেবক লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের রুহিয়া থানা শাখার আহবায়ক বাশারুল ইসলাম সোহেল বলেন, আমরা শোকের মাস হিসেবে পুরো আগস্ট মাসে বিভিন্ন অনুষ্ঠান করে আসছি। তারই ধারাবাহিকতায় ২১শে আগস্ট ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় আজকে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ রুহিয়া থানা শাখার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু একই সময় বিএনপি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারী করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠান স্থগিত করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রুহিয়া থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম আহবায়ক নাসিরুল ইসলাম, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক দিদার আলী, যুগ্ম আহবায়ক কাউসার আলী, রুহিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।